হোম > সারা দেশ > কুষ্টিয়া

সুষ্ঠু নির্বাচন করতে ওসি প্রত্যাহার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ ও নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কমিশন থেকে একটি মেইল আসে। উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত মেইল বার্তায় চলমান অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক কারণে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করতে বলা হয়েছে। তাঁর পরিবর্তে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওসি নাসির উদ্দীনকে প্রত্যাহার করে তাঁর পরিবর্তে বৃহস্পতিবার রাতেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এস এম জাবীদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার সকালে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান আজকের পত্রিকাকে জানান, তিনি বুধবার রাতেই তাঁর নতুন কর্মস্থানে যোগদান করেছেন। এর আগে তিনি মিরপুর থানার তদন্ত কর্মকর্তা, কুষ্টিয়া সদর থানা ও সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। 

২৮ নভেম্বর দৌলতপুর উপজেলার ১৪টি ইউপিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। বিএনপির নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। প্রতিদিন এই উপজেলায় নির্বাচনী সহিংসতা ঘটছে। নেতারা পথসভায় বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। 

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত