খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কেমপির সদর দপ্তর থেকে সরে গেছেন আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আলটিমেটাম দিয়ে আগামী শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়।
রাস্তার ওপর দাঁড়িয়ে আন্দোলনকারীরা বলেন, এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী শনিবার দুপুর ১২টা থেকে খুলনা অচলের কর্মসূচি ঘোষণা করা হবে।
এরপর বিক্ষোভকারীরা সরে গেলে পুলিশ কর্মকর্তারা একে একে অফিস থেকে বেরিয়ে যান।