খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় উপস্থিত থেকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন।
এর আগে, এদিন সকাল থেকেই প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে খুলনা সার্কিট হাউস মাঠে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। সার্কিট হাউস ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও দেখা যায় নেতা-কর্মীদের ঢল।
এ জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার জন্য সার্কিট হাউস মাঠের আবাহনী ক্রীড়াচক্র প্রান্তে তৈরি করা হয়েছে নৌকা এবং ওপরে পদ্মা সেতুর আদলে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের মঞ্চ।