হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় এক গোডাউনেই মিললে ৪০ হাজার লিটার সয়াবিন তেল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের একটি গোডাউনেই পাওয়া গেল ৪০ হাজার লিটার সয়াবিন তেল। এ সময় তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। 

অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে শহরের বড় বাজার ও পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান শেষে সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল সাংবাদিকদের জানান, বড় বাজার এলাকায় মেসার্স ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ৪০ হাজার লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। বিপুল পরিমাণ তেল ক্রেতাসাধারণের কাছে বিক্রি না করে মজুত করে রাখা হয়েছিল। এ সময় তেল মজুত করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর শহরের পৌর বাজারে বোতলের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মা স্টোরকে ১ হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে অধিক মূল্যে খোলা তেল বিক্রি করার অপরাধে সবুজ সাথী স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযান পরিচালনার সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার