তিন দিন ধরে জ্বলছিল সুন্দরবনের আগুন। আজ সোমবার বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভেনি। তবে সন্ধ্যার দিকে হঠাৎ বাগেরহাটে শুরু হয় তুমুল বৃষ্টি। থেমে থেমে মুষলধারে বৃষ্টি চলে প্রায় দেড় ঘণ্টা। এর ফলে সুন্দরবনের আগুন সম্পূর্ণ নিভে গেছে বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবন পূর্ব বন বিভাগের আমোরবুনিয়া এলাকায় থেমে থেমে প্রায় দেড় ঘণ্টা বৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ‘বৃষ্টি সুন্দরবনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির মধ্যেও আমরা বনে ছিলাম। আগুন নির্বাপণে অংশ নেওয়া বনরক্ষী ও বনকর্মীরা এখন আমোরবুনিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে বনের মধ্যে এখন আর আগুন নাই। এরপরও বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকায় বিশেষ নজর রাখা হবে।’
গত শনিবার বিকেলে সুন্দরবনের আমোরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় সুন্দরবন পূর্ব বন বিভাগ। খবর পাওয়ার পরপরই বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ দিন সন্ধ্যা নামায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা শুরু করতে পারেনি বন বিভাগ।