ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাস বরাদ্দের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে এই অবরোধ করেন তাঁরা।
জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের সোমবার অনলাইনে ক্লাস নেওয়া হয়। এই দিন বিকেল ৪টায় ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ যাওয়ার জন্য শিক্ষার্থীদের জন্য বাস বরাদ্দ নেই। তাই কর্মকর্তা ও কর্মচারীদের বাসে যাতায়াত করেন শিক্ষার্থীরা। এতে কর্মকর্তা-কর্মকর্তাদের বাসে জায়গা হয় না শিক্ষার্থীদের। এ ছাড়া শিক্ষার্থীরা বাসে উঠতে গেলে অনেক সময় কর্মকর্তারা বাধা দেন বলে অভিযোগ আছে।
আজ বিকেলে ফটক অবরোধের বিষয়ে জানতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন প্রক্টর শাহাদাৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন ও অর্থনীতি বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম।
এ বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মেহেদি রাফি বলেন, ‘আজ বাসের শিডিউল থাকা সত্ত্বেও অল্প বাস দেওয়াতে আমরা বিপাকে পড়ি। এর পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছ থেকে অশোভন আচরণের স্বীকার হই।’
আইন বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘টিউশনসহ শহরে অনেক প্রয়োজনীয় কাজ থাকে। তবে আমরা বাসের অভাবে ভোগান্তি পোহাচ্ছি। এ ছাড়া অনেক সময় বাসে উঠতে গেলে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন বলেন, ‘ফটক আটকানোর পর শিক্ষার্থীদের বলি অতিরিক্ত বাস দিচ্ছি। তোমরা আপাতত গাড়িগুলো ছেড়ে দাও। কিন্তু তাঁরা সেটা করতে রাজি হচ্ছিল না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘কুষ্টিয়াতে দুটি গাড়ি এবং ঝিনাইদহে একটি গাড়ি যায়। তবে ঝিনাইদহে আরেকটি বাড়ানোর জন্য শিক্ষার্থীরা ফটক আটকে দেন।’