হোম > সারা দেশ > খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচন ৩০ মার্চ 

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। 

তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ০৬ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৯ মার্চ, মনোনয়নপত্র সংগ্রহ ১৪ মার্চ, মনোনয়নপত্র জমা ১৬ মার্চ। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ মার্চ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ মার্চ এবং ভোটগ্রহণ হবে ৩০ মার্চ। ভোটগ্রহণের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। 

খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটের সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২০ মার্চ। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ২১ (১) ধারার ঠ নম্বর অনুচ্ছেদে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পনেরোজন প্রতিনিধি’ নির্বাচিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিগত ১৭ বছরে কোনো নির্বাচন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর সিনেট সভা নিয়মিত করণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় চলতি বছরের মধ্যে সিনেট সভা আহ্বানের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চান। এ উদ্যোগের অংশ হিসেবে ৩০ মার্চ শিক্ষক প্রতিনিধি নির্বাচন শেষ হওয়ার পরপরই রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হবে। 

উপাচার্য বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিধিবদ্ধ সংস্থাগুলোর অধিকতর কার্যকর করে বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে চাইছেন। যাতে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও নিশ্চিত হয়।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার