হোম > সারা দেশ > খুলনা

গরুর পাটখেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ১০ 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল বুধবার বিকেলে গরুর পাটখেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

জানা যায়, বুধবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খসরুর গরু পাট খেয়ে ফেলে। এ নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। গরুর পাট খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের ওপর হামলা করে। তাদের হামলায় দুজনের মৃত্যু হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতেরা হলেন উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকার রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২)।

 এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে উজ্জ্বল সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমাণে দেশি অস্ত্রসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ওসি মজিবুর রহমান আরও বলেন, ‘ঘটনার পর থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া দেশে তৈরি বিপুল পরিমাণ অস্ত্রসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি