হোম > সারা দেশ > খুলনা

গরুর পাটখেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ১০ 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল বুধবার বিকেলে গরুর পাটখেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

জানা যায়, বুধবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খসরুর গরু পাট খেয়ে ফেলে। এ নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। গরুর পাট খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের ওপর হামলা করে। তাদের হামলায় দুজনের মৃত্যু হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতেরা হলেন উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকার রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২)।

 এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে উজ্জ্বল সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমাণে দেশি অস্ত্রসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ওসি মজিবুর রহমান আরও বলেন, ‘ঘটনার পর থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া দেশে তৈরি বিপুল পরিমাণ অস্ত্রসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক