হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাট কারাগারে এক হাজতির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা কারাগারে থাকা মো. সেলিম শেখ (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

মো. সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঁঠালতলি এলাকার মো. হাসেম আলী শেখের ছেলে। তাঁর নামে একাধিক মাদক মামলা ছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি। 

মো. সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, ‘বাবা দুই বছর ধরে চট্টগ্রামে ছিলেন। মাসখানেক হয় বাড়িতে এসেছেন। মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ বাবাকে গ্রেপ্তার করে। ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে হার্টঅ্যাটাক করেছিলেন, তাতেই বাবার মৃত্যু হয়েছে। এখন আর কেউ বাবাকে গ্রেপ্তার করতে চাইবে না।’ 

বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল আমিন বলেন, মাদক মামলায় কারাগারে থাকা মো. সেলিম শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। স্বজনদের জানানো হলে তাঁরা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। 

তবে মো. সেলিম শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ। তিনি বলেন, রাত ৯টার দিকে মো. সেলিম শেখ নামের একজনকে কারারক্ষীরা মৃত অবস্থায় নিয়ে আসেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি