হোম > সারা দেশ > খুলনা

অটোরিকশায় যাত্রীকে ধর্ষণের অভিযোগ, চালক গ্রেপ্তার 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। এদিন রাতেই মামলার অভিযুক্ত আসামি অটোরিকশাচালক মাহমুদুল হাসান রকিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দেন ২৩ বছর বয়সী ওই নারী। 

গ্রেপ্তার যুবক ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের ফজলুর রহমান হাওলাদারের ছেলে। 

মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন মামলার সংক্ষিপ্ত বিবরণে বলেন, গত ৮ এপ্রিল রাতে স্বামীর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে সিঅ্যান্ডবি বাজার থেকে ওই নারী একটি অটোরিকশায় করে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। এক সময় ফকিরহাটের শ্যামবাগাত নামক স্থানে এসে পৌঁছালে অটোরিকশাচালক মাহমুদুর ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে পাশে নির্জন একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামি অটোরিকশাচালক মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’ 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি