হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় আদালতের এজলাসে বিচারকের সঙ্গে আইনজীবী নেতার তর্কাতর্কি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতির তর্কাতর্কি ঘটনা ঘটেছে। পরে ওই আদালতের বিচারক এ বিষয়ে আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। 

আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পেশকার কামরুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের ভেতরে আইনজীবীদের সঙ্গে বিচারকের সামান্য একটু হট্টগোল হয়েছে।’ তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, ‘আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুসের আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় রুজু করা একটি মামলার জামিনের শুনানি চলছিল। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুকাদ্দেস হোসেন মোকা ও সরোয়ার হোসেন। শুনানি শেষে আদালত মামলার আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’ 

ওই আইনজীবী বলেন, ‘মামলাটি শুনানির আগে বাদী ও বিবাদীপক্ষ নিজেদের মধ্যে আপসনামা করেন। আপসনামার কপিও আদালতে জমা দেওয়া হয়। তা সত্ত্বেও আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়ায় উভয় পক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হন। খবর শুনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল আরও কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন।’ তিনি বলেন, ‘এই ঘটনার পর বেলা ৪টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে আলোচনার জন্য আইনজীবী নেতাদের ডাকেন।’ 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাইরে আছি। এ বিষয়ে শুনেছি, কিন্তু বিস্তারিত কিছু জানি না। তাই বলতে পারব না।’ 

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিচারক কমপ্লেন না করলে আপনারা কিছু লিখবেন না।’ 

নুরুল ইসলাম দুলাল আরও বলেন, ‘বিচারক এবং আইনজীবী সমিতির মধ্যে সমন্বয় থাকলে কোনো কিছুই না। সে ক্ষেত্রে বিচারকও আইনজীবীদের দুটো কথা বলতে পারেন, আবার আইনজীবীরাও বিচারকদের দুটো কথা বলতে পারেন।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার