খুলনা প্রতিনিধি
খুলনার খানজাহান আলীতে বাসচাপায় তুহিন মুন্সি (৩০) নামে এক চা-দোকানি নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় খুলনা-যশোর মহাসড়কের খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত তুহিন মুন্সি শিরোমণি বাজারে চায়ের দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত তুহিন শিরোমণি এলাকার আসলাম হোসেনের ছেলে।
এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।