হোম > সারা দেশ > যশোর

যশোরে অবরোধের সমর্থনে ঝটিকা মশাল মিছিল

যশোর প্রতিনিধি

যশোরে অবরোধের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা। আজ বুধবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এলাকায় মিছিল করেন তাঁরা। 

স্থানীয়রা জানান, যশোরের স্থানীয় বিএনপির বেশ কিছু নেতা-কর্মী বিএনপির ডাকা অবরোধের সমর্থনে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চি নামক স্থান থেকে কৃষ্ণবাটি ইটভাটা পর্যন্ত মশাল মিছিল করেন। তাঁরা মশাল জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দিতে থাকেন। 

স্থানীয়রা আরও জানান, ১০-১৫ জন যুবক মশাল হাতে স্লোগান দিয়ে মিছিল বের করে। প্রায় ১৫-২০ মিনিটের এই মিছিলটি শেষ করেই সবাই সটকে পড়েন। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মশাল হাতে মিছিলের তথ্য জানা নেই। এমনকি কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই। 

এদিকে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে যশোর বাস টার্মিনাল থেকে আজ বুধবার পর্যন্ত কোনো রুটে নির্ধারিত সময়ে কোনো বাস ছাড়েনি। ফলে মহাসড়কে যান চলাচলাচল ছিল একেবারেই কম। সেই সঙ্গে যাত্রীও তেমন একটা নেই। 

পরিবহনশ্রমিকেরা বলছেন, যাত্রী না থাকায় তাঁরা বাস ছাড়তে পারছেন না। তবে যাত্রী পেলে মাঝেমধ্যে দু-একটা বাস ছাড়া হচ্ছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ