হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মাছ ব্যবসায়ী নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজাহার শেখ (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিন বিকেলে জমিসংক্রান্ত বিরোধে ভাতিজা, ভাবি ও ভাতিজার স্ত্রীর হামলায় আজাহার শেখ গুরুতর আহত হন বলে জানান তাঁর ছোট ভাই। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান হামলায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আজহার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

এদিকে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম। 

নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, ‘জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সঙ্গে ভাতিজা হুমায়ুন ও তাঁর পরিবারের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে সোমবার আসরের পরে হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।’
 
বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি