হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

মেহেরপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক মো. শামসুজ্জামানের (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামে। 

শামসুজ্জামানের ভাই আহসানুজ্জামান বলেন, ‘অফিসের একটি মোটা অঙ্কের হিসাব নিয়ে ঝামেলা ছিল। বিভিন্ন সূত্রে আমরা এটি জানতে পেরেছি। তবে সে আমাদের কখনো কিছু জানায়নি। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। আসলে সে আত্মহত্যা করেছে, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে, বুঝতে পারছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক কর্মকর্তা বলেন, শামসুজ্জামান চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে এসে নিয়মিত অফিস করতেন। মাঝেমধ্যে অফিসে রাত যাপন করতেন। গতকাল শনিবার অফিস শেষে বিকেলে পাশের গোপালপুর গ্রামের একটি চায়ের দোকানে চা পান করে সেখানে ক্যারম খেলেন। আজ সকালে অফিসে এসে তাঁর লাশ ঝুলছে বলে খবর পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মেহেরপুর বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, ‘শামসুজ্জামান এক মাস আগে চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী থেকে মেহেরপুরে যোগদান করেন। তাঁর বিষয়ে আমরা তেমন কিছু জানি না। তবে শুনেছি, চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীতে তাঁর অর্থ আত্মসাৎ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বিষয়টি জানা যাবে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা