রাত পোহালেই খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশ। এরই মধ্যে সমাবেশস্থলে শত শত নেতাকর্মী জড়ো হয়েছেন। পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে মির্জা ফখরুল সমাবেশস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা।
খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘বিএনপির সমাবেশ যাতে সফল না হয় এ কারণে আওয়ামী লীগ কয়েক দিন ধরেই নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে খুলনা বিভাগের সব জেলা থেকেই নেতা–কর্মীরা এসে উপস্থিত হয়েছে। শনিবার খুলনায় বিএনপির সর্ববৃহৎ গণ সমাবেশ হবে। একদিন আগেই মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করছে।’
গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশেও একই ঘটনা ঘটেছিল। ময়মনসিংহগামী দূর পাল্লার বাস চলাচল বন্ধের কারণে সমাবেশে যেতে বিএনপি নেতাকর্মীদের ভোগান্তি পোহাতে হয়েছে।