হোম > সারা দেশ > খুলনা

রাতেই খুলনার সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড়, পৌঁছেছেন ফখরুল

খুলনা প্রতিনিধি

রাত পোহালেই খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশ। এরই মধ্যে সমাবেশস্থলে শত শত নেতাকর্মী জড়ো হয়েছেন। পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে মির্জা ফখরুল সমাবেশস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা।

রাত ১০টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এর আগে থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বাস ও লঞ্চ ধর্মঘটের মধ্যেও বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী খুলনায় পৌঁছেছেন। রাতে দলীয় কার্যালয়ে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে। অনেকে রাস্তায়ই লাগেজের ওপর শুয়ে পড়েছেন।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘বিএনপির সমাবেশ যাতে সফল না হয় এ কারণে আওয়ামী লীগ কয়েক দিন ধরেই নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে খুলনা বিভাগের সব জেলা থেকেই নেতা–কর্মীরা এসে উপস্থিত হয়েছে। শনিবার খুলনায় বিএনপির সর্ববৃহৎ গণ সমাবেশ হবে। একদিন আগেই মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করছে।’

শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু একদিন আগেই খুলনাগামী বাস ও লঞ্চ ধর্মঘট ডাকায় নেতাকর্মীরা পার্শ্ববর্তী জেলা থেকে বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং কাছাকাছি এলাকা থেকে হেঁটে খুলনা শহরে আসছেন। রাতে ট্রেনে করেও অনেক নেতাকর্মী খুলনা পৌঁছান।

গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশেও একই ঘটনা ঘটেছিল। ময়মনসিংহগামী দূর পাল্লার বাস চলাচল বন্ধের কারণে সমাবেশে যেতে বিএনপি নেতাকর্মীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত