হোম > সারা দেশ > খুলনা

‘ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে’ ছুরিকাঘাতে যুবককে হত্যা

যশোর প্রতিনিধি

যশোরে ছুরিকাঘাতে আকাশ হোসেন (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বটতলা মসজিদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আকাশ শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহত আকাশের স্বজনেরা বলেন, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এ নিয়ে তানভির তাঁকে হত্যার হুমকিও দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে ফোনে ডেকে নিয়ে যান একই এলাকার সাব্বির ও তানভির। এরপর তাঁদের সহযোগীরা বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যান। স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, তাঁকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের আটক করার চেষ্টা চলছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা