হোম > সারা দেশ > খুলনা

‘ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে’ ছুরিকাঘাতে যুবককে হত্যা

যশোর প্রতিনিধি

যশোরে ছুরিকাঘাতে আকাশ হোসেন (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বটতলা মসজিদ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আকাশ শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহত আকাশের স্বজনেরা বলেন, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এ নিয়ে তানভির তাঁকে হত্যার হুমকিও দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে ফোনে ডেকে নিয়ে যান একই এলাকার সাব্বির ও তানভির। এরপর তাঁদের সহযোগীরা বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যান। স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, তাঁকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের আটক করার চেষ্টা চলছে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার