হোম > সারা দেশ > যশোর

ছাত্রলীগ নেতা নিলয়কে খুঁজছে পুলিশ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টির অভিযোগে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ায় শাহরিয়ার সোহাগ নিলয় নামের এই নেতাকে এখন পুলিশও খুঁজছে। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গদখালী বাজারে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সোহাগ নিলয় অস্ত্র হাতে তবিবর রহমান তবির দোকানে গিয়ে হুমকি-ধমকি দেন। এ ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগ তাঁকে বহিষ্কারের সুপারিশ করে জেলা কমিটির কাছে চিঠি পাঠায়। 

নিলয় ২০১৯ সালে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। তিনি উপজেলার পানিসারা গ্রামের শাহজাহান আলীর ছেলে। নির্যাতিত তবিবর রহমান তবি বাজারের একজন ব্যবসায়ী ও গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি। 

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ‘আমরা প্রথম বিষয়টি শোনার পর ভিডিও ক্লিপটি দেখি। পরে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিটির কাছে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।’ 

তবিবর রহমান তবি বলেন, ‘একটি ঘটনায় আমার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের কর্মী অভিকে মেরেছিল। পরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিলয় তাঁর অনুসারীদের নিয়ে অস্ত্র হাতে এসে আমাকে ভয়ভীতি দেখান।’ 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘আমরা ঘটনা শোনার পর ভিডিও ক্লিপটি দেখে তাঁকে আটক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি। খুব শিগগির অস্ত্র উদ্ধার হবে।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক