হোম > সারা দেশ > খুলনা

১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বগিগুলো সরিয়ে নেওয়ায় ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বেলা ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে রোববার (২৯ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটে খুলনা থেকে ৩০টি বগিতে ডিজেল নিয়ে নাটোরে যাওয়ার পথে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। চুয়াডাঙ্গার উথলী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে ১২টা পর্যন্ত ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিগুলোকে উদ্ধার করে। 

এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন-পাকশী বিভাগীয় সংকেত প্রকৌশলী রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশিশ কুমার মণ্ডল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম এবং পাকশী বিভাগীয় প্রকৌশলী (১) বিরবল মণ্ডল।

দীর্ঘ ১১ ঘণ্টা পরে ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে রাত থেকে জরুরি প্রয়োজনে বিভিন্ন স্থানে যাতায়াতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কেউ কেউ টিকিটের টাকা ফেরতও নিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, টানা ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। কয়েকজন যাত্রী টিকিট ফেরত দিয়েছেন।

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে