হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে বিজিবির অভিযানে এই স্বর্ণের বার জব্দ করা হয় ও রিমনকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রিমন হোসেন মাটিলা গ্রামের হযরত আলীর ছেলে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, মাটিলা এলাকা দিয়ে চোরা কারবারিরা ভারতে স্বর্ণ পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ‘৫২/১৮ আর’ থেকে দুই শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবি। সে সময় হেঁটে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা একটি কাপড়ের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। এদের মধ্যে একজন ভারতে পালিয়ে গেলেও অপর ব্যক্তি রিমন হোসেনকে আটক করে বিজিবি। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ নিরানব্বই হাজার ৪৭১ টাকা।

রিমন হোসেনের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর ও জব্দ স্বর্ণের বার জেলা ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়ানের পরিচালক মাসুদ পারভেজ।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি