হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ রিমন হোসেন (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে বিজিবির অভিযানে এই স্বর্ণের বার জব্দ করা হয় ও রিমনকে আটক করা হয়। পরে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রিমন হোসেন মাটিলা গ্রামের হযরত আলীর ছেলে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, মাটিলা এলাকা দিয়ে চোরা কারবারিরা ভারতে স্বর্ণ পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ‘৫২/১৮ আর’ থেকে দুই শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবি। সে সময় হেঁটে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা একটি কাপড়ের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। এদের মধ্যে একজন ভারতে পালিয়ে গেলেও অপর ব্যক্তি রিমন হোসেনকে আটক করে বিজিবি। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ নিরানব্বই হাজার ৪৭১ টাকা।

রিমন হোসেনের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর ও জব্দ স্বর্ণের বার জেলা ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান ব্যাটালিয়ানের পরিচালক মাসুদ পারভেজ।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১