হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান মণ্ডল ওরফে শাজাহান ফকির (৬০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলে মাঠপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

শাহজাহানের স্ত্রী নিমি বেগম বলেন, ‘আমার স্বামী তরিকাপন্থী লোক হওয়ায় মাঝেমধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তাঁর কাছে আসত। গতকাল রাতে দুজন লোক এসেছিল। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে ঘরের জানালা ভেঙে বের হয়ে প্রতিবেশীকে বিষয়টা জানাই।’

স্থানীয়রা জানায়, শাহজাহান মণ্ডল ছিলেন ফকির আল চিশতিয়া নিজামীর অনুসারী। দুজন লোকের সঙ্গে টাকা নিয়ে তাঁর বিরোধ থাকতে পারে। এর জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে শোয়ার ঘর থেকে শাজাহান ফকিরের গলাকাটা লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদ্‌ঘাটনসহ জড়িতদের আটক করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ