অভয়নগরে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আলীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার আলীপুর রেলক্রসিংয়ে বিকেল থেকে একজন ভারসাম্যহীন অজ্ঞাত যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তিনি কয়েক দিন আগে এই এলাকায় এসেছেন। তাঁর পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে দোকানদারেরা বলেন, তিন থেকে চার দিন যাবৎ ওই অজ্ঞাত যুবককে বিভিন্ন লোকের কাছ থেকে খাবার খুঁজে খেতে দেখা যায়। গতকাল শনিবার বিকেলের পর রেললাইনের পাশে দেখে কয়েকজন স্থানীয় তাঁকে ওই স্থান ত্যাগ করতে বলেন। কিন্তু তিনি কারও কথা শোনেননি। সন্ধ্যার পর যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তিনি মাথায় গুরুত্ব আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার খবর শুনে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে যশোর জিআরপি পুলিশ ঘটনাস্থলে এলে ফায়ার সার্ভিস সিভিল কর্মীরা মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করেন।
জিআরপি পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।