হোম > সারা দেশ > খুলনা

জয় বাংলা বলায় বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বাগেরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। বক্তব্যের শেষে জয়বাংলা বলায় গতকাল বৃহস্পতিবার রাতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলে অনেককে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। এ সময় সিভিল সার্জনের পদত্যাগ ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

পথসভায় সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, সিভিল সার্জনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে আগামী রোববার সকালে সিভিল সার্জন অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

প্রসঙ্গত, গতকাল বেলা ১১টার দিকে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকাদান অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন তিনি। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক