হোম > সারা দেশ > খুলনা

প্রতিমন্ত্রী মন্নুজান মনোনয়নবঞ্চিত হওয়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি

খুলনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মনোনয়নবঞ্চিত হওয়ায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আজ রোববার আওয়ামী লীগের প্রার্থীর তালিকা ঘোষণার পর প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন তাঁর সমর্থকেরা। 

এর আগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আসনে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেনের নাম ঘোষণা করের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা খুলনা-যশোর মহাসড়কের রেলগেট এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সড়কে নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় দুই পাশে শতাধিক যানবাহন আটক পড়ে। 

খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁদের সরিয়ে দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। 

এ ছাড়া সন্ধ্যার পর শহরের রেলগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানে না, তারা আওয়ামী লীগের কেউ না।’ 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রম প্রতিমন্ত্রীকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকেরা রাস্তা অবরোধ করে রেখেছিলেন। সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে-শুনিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার