হোম > সারা দেশ > খুলনা

মাদ্রাসা ছাত্র হাসিবুল হত্যাকাণ্ডের ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি আসামিরা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামে নবম শ্রেণির মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলাম (১৪) হত্যাকাণ্ডের ১৩ দিন পরেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। উপজেলার চরঝামা গ্রামের মাসুদুর রহমান এবং গ্রাম্য মাতব্বর আবু তালেবের সমর্থকদের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলামকে হত্যা করা হয়। হাসিবুল ওই গ্রামের মৃত শায়েখ মুন্সির ছেলে এবং ঝামা বরকাতুল উলুম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। 

নিহতের বড় ভাই আমানত মুন্সির অভিযোগ, গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টায় হাসিবুল ইসলামকে মাসুদুর রহমানের সমর্থকেরা সড়কি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তিনি বাদী হয়ে গত ২৬ জুলাই বিকেলে ৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ জনসহ মোট ৬৭ জনের নামে মামলা দায়ের করেন। কিন্তু মামলার ১৩ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে করতে না পারায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

আমানত মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার ১৩ দিন পার হলেও আমার ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কার কাছে ন্যায়বিচার চাইব? খুনিরা কি পার পেয়ে যাবে। বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছে।’ 

এ বিষয়ে মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও আসামিদের কাউকে পাওয়া যায়নি। তবে তাদের ধরতে নতুন কৌশলে এগিয়ে যাচ্ছি। হত্যাকাণ্ডে জড়িতদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

এদিকে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং ঘাতকদের ফাঁসির দাবি করেছেন তার সহপাঠী ও শিক্ষকেরা। এর আগে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি