হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে মদপানে তিনজনের মৃত্যু 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁরা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ শহরের নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) এবং ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজীব হোসেন (২৫)।

মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার বলেন, ‘গতকাল মধ্যরাতে বিপুল প্রেশার লো হয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, গতকাল রাতে মৃত ব্যক্তিরা কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের এক হোমিও হল থেকে মদ পান করলে অসুস্থ হয়ে পড়েন।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন বলেন, ‘রেকর্ড বইয়ের তথ্যে, রাজীব হোসেন মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, মৃত ব্যক্তিরা সবাই মদপান করলে বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ