হোম > সারা দেশ > কুষ্টিয়া

নিজ ঘরে মিলল ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

আব্দুর রহমান উজ্জল। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জ্বল (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের তাহাজমোড় এলাকায় বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পাটিকাবাড়ী ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এসআই) শামসুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান একই ইউনিয়নের পাটিকাবাড়ী বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। স্থানীয় বাজারে তাঁর ফটোকপির দোকান রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজমোড় এলাকায় নিজ জমির ওপর একটি টিনের ছাপড়ায় একাই থাকতেন উজ্জ্বল। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাঁকে ডাকতে যায়। এ সময় তাঁরা জানালা দিয়ে বিছানার ওপর তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেয়।

স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে পৈতৃক বাড়ি থেকে একটু দূরে নিজ জমিতেই টিনের ছাপড়ায় থাকতেন উজ্জ্বল। প্রায় তিন মাস আগে বনিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছেন। এরপর থেকে ওই বাড়িতে উজ্জ্বল একাই থাকতেন। বেশ কিছুদিন ধরে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন।

পাটিকাবাড়ী ক্যাম্প পুলিশের এসআই শামসুল হক বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশটি বিছানার ওপর ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেয়। লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ