মহানগরীর দৌলতপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও তাঁর ম্যানেজারকে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় দৌলতপুর বিএল কলেজের দ্বিতীয় গেটের সামনে এ ঘটনা ঘটেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
পুলিশ বলছে, ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ এবং পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাঁর ম্যানেজার রফিক।
ওসি নজরুল ইসলাম বলেন, ‘নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ এবং তাঁর ম্যানেজার রফিক মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে বিএল কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কলেজের দ্বিতীয় গেটের বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে ছুটে আসা একটি মোটরসাইকেল থেকে দুজন দুর্বৃত্ত তাঁদের গুলি করে পালিয়ে যায়।’
ওসি আরও বলেন, ‘রিয়াজ শাহেদের ডান হাতে ও রফিকের পিঠে গুলি লাগে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁরা এখন শঙ্কামুক্ত রয়েছেন।’