হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রিফাত (৮) ও মুরসালিন (৬) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেন এলাকাবাসী। 

শিশু রিফাত গোলাবাড়ি এলাকার রিপন মণ্ডলের ছেলে ও মোরসালিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে। শিশু দুটি খালাতো-মামাতো ভাই ছিল। 

জানা গেছে, কয়েক দিন আগে মোরসালিন তার নানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। 

স্থানীয়দের বরাত দিয়ে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু বলেন, গতকাল সকাল থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তাদের না পেয়ে পরিবারের লোকজনরা সন্ধ্যার দিকে মাইকিং করেন। পরে রাত ১১টার দিকে পদ্মা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, পদ্মা নদীতে গোসল করতে নেমে শিশু দুটি তলিয়ে যায়। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ গতকাল রাতে উদ্ধার করা হয়। রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার