হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আল মাসুম (১৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া এলাকায় নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। 

সে ওই এলাকার ভ্যানচালক তুজাম শেখের ছেলে এবং লক্ষ্মী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল করে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আল মাসুম পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। প্রায়ই আত্মহত্যার চেষ্টা করত। গত বুধবার রাতে প্রতিদিনের ন্যায় নিজের শয়নকক্ষে ঘুমাতে যায়। তার কক্ষে কোনো দরজা ছিল না। পরে রাত ১০টার দিকে ছাত্রের মা ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে ওঠেন। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসককে খবর দেন। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার