হোম > সারা দেশ > যশোর

চাঁদপুরে নিখোঁজ যুবকের ১২ দিন পর বেনাপোলে মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে হান্নান মৃধা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বেনাপোল সীমান্তের স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে বন্দর থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ চাঁদপুর থেকে এই যুবক নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা, এই যুবককে হত্যা করে নির্জন এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

হান্নান মৃধা কুমিল্লার চাঁদপুর পৌরসভা এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। 

পুলিশ সূত্রে আরও জানা যায়, সকালে তারা লোকমুখে জানতে পারেন বেনাপোল বন্দরের বাইপাস সড়কে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ছোট একটি মেহগনি গাছে যুবকের মরদেহ ঝুলছে। পরে মরদেহের পকেটের টিকা কার্ড দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে স্থানীয়রা জানান, যুবককে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। নির্জন স্থান হওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাইপাস সড়কে ফেলে রেখে যায়। নিহতের পরিবার যেন সুষ্ঠু বিচার পায়। 

বেনাপোল বন্দর থানার তদন্ত ওসি গোলাম রসুল জানান, নিহত ব্যক্তি ১ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার থানায় নিখোঁজের অভিযোগ করেছিল। ময়নাতদন্তে মৃত্যুর রহস্য জানা যাবে। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার