সাতক্ষীরা কারাগারে রবিন্দ্র নাথ দে (৬৫) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের বাসিন্দা।
সদর হাসপাতালের চিকিৎসক রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পেটে ব্যথাজনিত অসুস্থতা নিয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারা কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে রাত ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘চেক-সংক্রান্ত একটি মামলায় আট মাসের সাঁজাপ্রাপ্ত হয়ে রবিন্দ্র নাথ দে ২০২২ সালের ২ নভেম্বর কারাগারে আসেন। বুধবার রাতে হঠাৎ পেটের ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে দ্রুত তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।’ তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।