হোম > সারা দেশ > খুলনা

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

খুলনা প্রতিনিধি

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আশীর্বাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি বানিয়েছে। দুর্নীতিবাজ এই ভিসির তত্ত্বাবধানে যেভাবে বিশ্ববিদ্যালয় চালনা করা হচ্ছে আমরা চিকিৎসক সমাজ উদ্বিগ্ন।’

বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বিলুপ্তি করতে চায় খুলনার জনগণ। তাঁরা বলেন, ‘একটি বিশেষ বাড়ির কোনো নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না। মানববন্ধনে চিকিৎসকেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।’ না হলে সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সঙ্গে নিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে হুঁশিয়ারি দেন।

রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএমএর সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবুল, ড্যাব খুলনার সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকরামুজ্জামান, খুলনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পি, ডা. আমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান প্রমুখ।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে