হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি ট্রেনের ইঞ্জিন বিকল, প্রচণ্ড গরমে দুর্ভোগ যাত্রীদের 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আবারও ট্রেনটি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার রাজশাহী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পরে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেন যাত্রীদের। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

পরে কোটচাঁদপুর থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছালে সাগরদাঁড়ি ট্রেনটি ১১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।

ট্রেনের এক যাত্রী আমান আলী বলেন, ‘আমি ওই ট্রেনেই রাজশাহী থেকে আসছিলাম। চুয়াডাঙ্গা পৌঁছানোর আগেই ট্রেনটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। আমি ট্রেনটি ঠিক হওয়ার অপেক্ষা করিনি। আমার বাড়ি চুয়াডাঙ্গায় হওয়ায় আমি ওখান থেকে চলে এসেছি। তবে ট্রেনের যাত্রীরা গরমে প্রচুর কষ্ট করেছে।’

ট্রেনের যাত্রী সৈকত হোসেন বলেন, ‘প্রায় তিন ঘণ্টা গরমে কষ্ট করতে হয়েছে। এখন কী আর করার, ইঞ্জিন নষ্ট হলে তো আমাদের কিছু করার নেই।’

চুয়াডাঙ্গা স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি ছেড়ে গেছে। বিকল হওয়া ইঞ্জিন চুয়াডাঙ্গা রেলস্টেশনে রাখা হয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য ঈশ্বরদী পাঠানো হবে। ডাবল লাইন থাকায় ওই সময় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে গরমের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার