কুষ্টিয়ার দৌলতপুরে গরুতে পাটখেত খাওয়াকে কেন্দ্র করে হামলায় বজলু মালিথা (৪২) ও ভেলশ মালিথা (৪৩) নামে দুই কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে বজলু মালিথার জমি থেকে সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে হামলা চালায়। তাতে বজলু মালিথা ও ভেলশ মালিথার মৃত্যু হয়। এ সময় অন্তত গুরুতর আহত হয় ১৫ জন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।