হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে তীব্র শীতে হাট-বাজারে কমেছে মানুষের উপস্থিতি 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে চার দিন ধরে জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘরের বাইরে কমেছে মানুষের উপস্থিতি। 

আজ সোমবার কুষ্টিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা আবহাওয়া কার্যালয়। 

একদিকে বাইরে তীব্র শীত, অন্যদিকে মাঠভরা রবিশস্য নিয়ে চিন্তিত চাষি, তবে ফসলের ক্ষতি এড়াতে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, কর্ম হারিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ, গবাদিপশুর নিয়ে নাজেহাল খামারিরা। গত শনিবার সূর্যের দেখা মিললেও রোববার থেকে আজ দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। 

কুমারখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, শুক্রবার থেকে এ মৌসুমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজকের তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কালকে আরও ১ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ১৮-১৯ তারিখে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরে তাপমাত্রা বাড়তে পারে। 

উপজেলার মথুরাপুর এলাকার দিনমজুর ইননাল বলেন, ‘আজ কয়েক দিন খুব শীত পড়ছে। সে জন্য মাঠে কাজে যাওয়া যাচ্ছে না। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। শীতে কাজ না করতে পারায় কর্মহীন বসে আছি।’ 

সকালে হোসেনাবাদ বাজারে দেলুয়ার হোসেন নামের এক অটোচালকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শীত বেশি থাকায় বাইরে মানুষের উপস্থিত কম। তাই ভাড়া হচ্ছে না। এই তীব্র শীতে গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে।’ 

বাজারের আরেক ব্যবসায়ী ফিকার হোসেন বলেন, ‘বাইরে মানুষের উপস্থিত কম, বাজারে ক্রেতাদের আগমন তেমন নেই। শুধু শুধু দোকান খুলে বসে আছি এই শীতে।’ 

শীতে গরু-ছাগলের খাবার তৈরিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তা ছাড়া বাড়তি যত্ন নেওয়া লাগছে সব সময়। পশু থাকার ঘর পরিষ্কার করতে হচ্ছে বলে জানান আকিজ নামের এক গবাদিপশু পালনকারী। 

এদিকে উপজেলার দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য সরকারের শীতবস্ত্র সহায়তার ৭ হাজার ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার