হোম > সারা দেশ > খুলনা

বিএনপিপন্থী ব্যবসায়ীদের দখলে নেওয়া খুলনা নৌপরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ

খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকতকে আজ সোমবার সংগঠনটির পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ছবি: সংগৃহীত

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজ সোমবার সংগঠনটির দায়িত্ব নেন। গত ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে সংগঠনটি বিএনপিপন্থী কয়েকজন ব্যবসায়ী দখলে নেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি তাঁকে দায়িত্ব দেওয়া হলেও নানা কারণে হুসেইন শওকতের দায়িত্ব গ্রহণে দেরি হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় ব্যবসায়ীরা তাঁকে স্বাগত জানান।

জানা গেছে, ২৯ ডিসেম্বর সাধারণ ব্যবসায়ীদের বের করে দিয়ে সংগঠনটি দখল করেন বিএনপিপন্থী কয়েকজন ব্যবসায়ী। তাঁরা ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেন। তবে ওই কমিটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সুবিধাভোগীরা। কমিটিতে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের মাধ্যমে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়; যার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনটিতে প্রশাসক নিয়োগ করে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, গত ১১ ফেব্রুয়ারি প্রশাসক নিয়োগের আদেশ হওয়ার পরও অবৈধ কমিটির নেতারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তাঁরা সমিতির প্যাড ব্যবহার করে পিকনিকের নামে অর্থ আত্মসাতের চেষ্টাসহ সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিলেন। যাঁরা এর বিরোধিতা করছিলেন, তাঁদের প্রতিষ্ঠান ও বাড়িতে বখাটে যুবকদের পাঠিয়ে হয়রানি এবং মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।

ব্যবসায়ীরা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ হলে সেই সংগঠনের সব কমিটি বিলুপ্ত হয়ে যায়। তাঁদের কোনো কার্যক্রম পরিচালনার এখতিয়ার থাকে না। কিন্তু অবৈধ কমিটি প্রশাসক নিয়োগের পরও তড়িঘড়ি করে আর্থিক খাতগুলোর কর্মকাণ্ড দ্রুত বেগবান করার চেষ্টা করেন।

দায়িত্ব নিয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।’

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক