হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সোর্স নিহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক পুলিশ সোর্স নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২তলা ভবনের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত যুবক হরিণটানা থানাধীন ময়ূর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানাধীন ২২তলা ভবনের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। এতে তাঁর পেটের ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। তিন-চারজন যুবক তার ওপর দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায়।’ তবে কী কারণে তাঁর ওপর এ হামলা তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। এ ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার