হোম > সারা দেশ > যশোর

যশোরের নওয়াপাড়ায় বিদ্যুৎ-বিভ্রাট

যশোর প্রতিনিধি

যশোর শহরতলির কিসমত নওয়াপাড়া এলাকায় ১৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঝড় শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকাল ১০টার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল ঝড় শুরু হলে যশোর-মাগুরা মহাসড়কের কিসমত নওয়াপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর ১৭ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, ‘১৭ ঘণ্টা ধরে একটা এলাকা বিদ্যুৎহীন থাকল। কিন্তু বিদ্যুৎ বিভাগের যেন কোনো মাথাব্যথা নেই। গ্রাহক হিসেবে আমরা জানতেও পারছি না যে, কী কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ আসবে তা-ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। বিদ্যুৎ বিভাগের জরুরি সেবা বলে কিছু আছে বলে মনে হয় না।’

বিদ্যুৎ না থাকায় বাড়ির ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ল্যাপটপ ও মোবাইল ফোনের চার্জ শেষ। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারছে না ওই এলাকার মানুষ। বিপর্যস্ত অবস্থায় রয়েছে গোটা এলাকা।

এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ আজ সকালে বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে। সেটা পাল্টানোর জন্য আজ সকালে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে বিদ্যুতের কর্মীরা।’

বিদ্যুৎ বিভাগ তো জরুরি সেবা খাতের আওতায় পড়ে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে ১৭ ঘণ্টা পরে কেন কর্মীরা ট্রান্সফরমার পাল্টাতে যাবেন—এমন প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি নির্বাহী প্রকৌশলী।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার