হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় ১ আসামি গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

গ্রেপ্তার রাকিবুল ইসলাম রাখি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার ফিলিপনগর আবেদের ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল ফিলিপনগর এলাকার হাফিজুল সরদারের ছেলে।

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির। তিনি বলেন, আজ বৃহস্পতিবার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২ নভেম্বর রাতে দৌলতপুর সদর ইউনিয়নের মানিকদিয়াড় এলাকায় জিম পোলট্রি ফিডের স্বত্বাধিকারী ব্যবসায়ী নুরুল ইসলামকে তাঁর বাড়ির ফটক থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় কয়েকজন। এ ঘটনায় গত ৫ নভেম্বর একজনের নাম উল্লেখ করে ও ২-৩ জনকে অজ্ঞাত আসামিকরে থানায় মামলা করেন নুরুল ইসলাম। এরপর গতকাল বুধবার রাতে অভিযান চালান র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় রাখির বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা