হোম > সারা দেশ > খুলনা

শুরু হয়েছে বিএনপির সমাবেশ, নেতা-কর্মীদের ঢল

খুলনা প্রতিনিধি

খুলনায় বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা আগে শুরু হয়েছে। দুপুর সোয়া ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা নেছার ইমাম। এখন মঞ্চে বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা।

জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। কেউ ছবি তুলছেন, কেউ দল বেঁধে নানা স্লোগান দিচ্ছেন। দলে দলে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। হাতে রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার।

সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ী মোড় পর্যন্ত টাঙানো হয়েছে ১২০টি মাইক। আটটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর। মঞ্চের আশপাশে তিল ধারণের জায়গা নেই। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতা-কর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছেন।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছে মানুষ। বাস-লঞ্চ বন্ধের মধ্যেই খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার রূপসা ফেরিঘাটও বন্ধ করা হয়েছে ২৪ ঘণ্টার জন্য। বাধা উপেক্ষা করেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই গতকাল রাত থেকে সমাবেশস্থলে অবস্থান করছেন। আবার অনেকেই শনিবার সকাল থেকে বালুভর্তি ট্রলারে, নৌকায়, সিএনজি অটোরিকশায়, মোটরসাইকেলে ও হেঁটে সমাবেশস্থলে আসছেন।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত