হোম > সারা দেশ > কুষ্টিয়া

শেখ হাসিনার সরকার উৎখাতের চক্রান্ত হচ্ছে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

জাসদ সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি এই মুহূর্তে অসাংবিধানিক, অগণতান্ত্রিক যে দাবি করছে—এ নিয়ে আলোচনা এবং তা মেনে নেওয়া সম্ভব না। সংবিধান-বহির্ভূত এসব দাবি করে বিএনপি গণতন্ত্র ও রাজনীতিকে কুয়াশার মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে।’ 

আজ শুক্রবার কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা মিলনায়তনে স্থানীয় ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক করছেন, তাঁরা মূলত ভিন্ন সরকারের অধীনে নির্বাচন চান, সরকার অদলবদল চান। কিন্তু নির্বাচনকালীন যে সরকারই আসুক না কেন, তারা তো রুটিন কাজের বাইরে কমিশনের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। সংবিধানে এর কোনো সুযোগই নেই।’ 

জাসদ সভাপতি বলেন, ‘তবে বর্তমান সরকার থাকলে সমস্যা কোথায়। সুতরাং, নিরপেক্ষ নির্বাচনের যে বিতর্ক উত্থাপন করা হচ্ছে, এর পেছনে কার্যত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার চক্রান্ত হচ্ছে। আর রাজাকারদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা হচ্ছে। যেকোনো মূল্যে এই পাঁয়তারা রুখে দিতে হবে।’ 

ভেড়ামারা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা