হোম > সারা দেশ > যশোর

এক সপ্তাহ নিখোঁজ তৃতীয় লিঙ্গের রেশমার লাশ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলে এক সপ্তাহ ধরে নিখোঁজ তৃতীয় লিঙ্গের রেশমার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেনাপোল পৌরসভার কাগজপুকুর কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ঘটনায় ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তবে আরও পাঁচ-ছয়জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে। 

নিহত রেশমা বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের জাকির হোসেনের মেয়ে, তাঁর স্বামীর নাম জাফর। আটক ফারুক একই গ্রামের নূর ইসলামের ছেলে। 

এর আগে গত মাসে নিহত রেশমা হত্যাচেষ্টা ও তাঁর সম্পদ দখলের অভিযোগ এনে স্বামী জাফর, তাঁর বন্ধু ওলিয়ার, টিটু ও সাইফুল্লার বিরুদ্ধে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন। 

এদিকে এ হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। 

বেনাপোল পৌরসভার কাউন্সিলর শাহিন আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘রেশমার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির পর সে একা কাগজপুকুর গ্রামে বসবাস করত। কদিন ধরে তার নিখোঁজের গুঞ্জন ওঠে। সোমবার কাগজপুকুর কবরস্থান থেকে দুর্গন্ধ ছড়ায়। এ সময় গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গর্ত খুঁড়ে দেখতে পায় মরদেহটি রেশমার। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।’

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার