হোম > সারা দেশ > খুলনা

নিম্নমানের হওয়ায় মধুমতি আয়োডিনযুক্ত লবণ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মেহেরপুর প্রতিনিধি

ঢাকার মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে নমুনা পরীক্ষা-নিরীক্ষায় মধুমতি আয়োডিনযুক্ত লবণ নিম্নমানের বলে ধরা পড়েছে। এই ঘটনায় ২০ এপ্রিলের মধ্যে মেহেরপুরের বাজার থেকে এই লবণ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

গতকাল রোববার দুপুরে মেহেরপুরের বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ ওই আদেশ দেন। এই ঘটনায় নিরাপদ খাদ্য আদালতে ২৩ মার্চ মামলা করেন জেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তারিকুল ইসলাম। 

 ৩০ জানুয়ারি ঢাকার মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট মধুমতি আয়োডিনযুক্ত লবণ পরীক্ষা-নিরীক্ষা করে নিম্নমানের বলে প্রতিবেদন প্রকাশ করে। এর আগে ২০১৯ সালের ১৪ মে মধুমতি আয়োডিনযুক্ত লবণ বিএসটিআইয়ের প্রতিবেদনে নিম্নমানের বলে প্রকাশ পায়। 

মামলা থেকে জানা গেছে, মধুমতি আয়োডিনযুক্ত লবণ নিম্নমানের অভিযোগ ওঠার পর বাজার থেকে এর নমুনা সংগ্রহ করা হয়। গত ১ জানুয়ারি লবণের নমুনা পাঠানো হয় ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে এই লবণ নিম্নমান হওয়ার সত্যতা পান সংশ্লিষ্টরা। 

ওই ঘটনায় ২৩ মার্চ নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তারিকুল ইসলাম বাদী হয়ে মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজ-খুলনা ফুলতলার ব্যবস্থাপক গিয়াস উদ্দীন ও মেহেরপুরের ডিলার আকবর আলীর বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইনে মামলা করেন। মামলায় আদালত আসামিদেরকে বিচারের মুখোমুখি করার জন্য সমন ইস্যু করেন। 

মামলা থেকে আরও জানা গেছে, মধুমতি আয়োডিনযুক্ত লবণ মানসম্মত না হওয়ায় ১০ মার্চের মধ্যে বাজারে সরবরাহ করা লবণ প্রত্যাহারের করার কথা বলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিন্তু আসামিরা এখনো বাজার থেকে ওই লবণ প্রত্যাহার করেননি। এই জন্য গতকাল মধুমতি আয়োডিনযুক্ত লবণ ২০ এপ্রিলের মধ্যে বাজার থেকে প্রত্যাহার করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তারিকুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। কোনোভাবেই বাজারে কোনো মানহীন পণ্য সরবরাহ করা যাবে না। সাধারণ মানুষ পণ্য কিনে যাতে প্রতারণার শিকার না হন সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি