হোম > সারা দেশ > খুলনা

বাসে কয়েল জ্বালিয়ে ঘুম, আগুনে হেলপারের মৃত্যু

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

খুলনায় বাসে আগুন ধরে হেলপার নিহত হয়েছেন। বাসের ভেতরে জ্বালানো কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে রাতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। ওই হেলপার রাতে বাসের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। নিহত মো. শরীফ (২৪) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাতে সুন্দরবন পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনায় আসে। গাড়িটির নম্বর ঢাকা-মেট্রো ব-১১-৬৪৬৯। হেলপার মো. শরীফ গাড়ি পরিষ্কার করে সেখানে ঘুমিয়ে পরে। এর আগে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেয়। মূলত ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত।’

তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ উপস্থিত হয়। এবং ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারাও দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শরীফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানকার চিকিৎসক তাঁকে বলে ঘোষণা করেন।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার