হোম > সারা দেশ > খুলনা

বাসে কয়েল জ্বালিয়ে ঘুম, আগুনে হেলপারের মৃত্যু

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

খুলনায় বাসে আগুন ধরে হেলপার নিহত হয়েছেন। বাসের ভেতরে জ্বালানো কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে রাতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। ওই হেলপার রাতে বাসের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। নিহত মো. শরীফ (২৪) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাতে সুন্দরবন পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনায় আসে। গাড়িটির নম্বর ঢাকা-মেট্রো ব-১১-৬৪৬৯। হেলপার মো. শরীফ গাড়ি পরিষ্কার করে সেখানে ঘুমিয়ে পরে। এর আগে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেয়। মূলত ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত।’

তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ উপস্থিত হয়। এবং ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারাও দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শরীফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানকার চিকিৎসক তাঁকে বলে ঘোষণা করেন।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার