হোম > সারা দেশ > মেহেরপুর

সাবেক মন্ত্রী ফরহাদের ভাইয়ের বাড়িতে মিলল বিপুল পরিমাণ সরকারি পণ্য

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের ক্যাশ্যবপাড়ার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাইয়ের ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল জব্দ করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিনা মূল্যে বিতরণের কোরআন শরিফ, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শিক্ষার্থীদের টিফিন বক্সসহ নানা মালামাল। প্রতিটি জিনিসের গায়ে লেখা রয়েছে বিক্রির জন্য নয়। 

বাড়ির মালিক সুরমান আলী জানান, এক বছর আগে দোতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষসহ ডাইনিং রুম ভাড়া নেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাই সাজহান সিরাজ দোলন। মাসে ভাড়া দিতেন ৬ হাজার টাকা। এখানে সরকারি সব মালামাল রাখতেন তিনি। মাঝেমধ্যেই এখান থেকে মালামাল বের করে নিয়ে যান তিনি। এর বেশি কিছু তিনি জানতেন না।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান জানান, ক্যাশ্যবপাড়ার সুরমান আলীর বাড়ির নিচতলায় সরকারি মালামাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযানে যায় সদর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল। তখন বাড়িতে তালা লাগানো ছিল। ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিক সুরমান আলীকে খবর দেওয়া হয়। 

পরে বাড়ির মালিকের সহায়তায় দুটি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির তিনটি কক্ষে অসংখ্য প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তা খুলে কোরআন শরিফ, ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, পিপিই, শাড়ি, লুঙ্গি, থ্রি–পিচ, শিক্ষার্থীদের টিফিন বক্সসহ নানা সামগ্রী পাওয়া যায়। পরে ট্রাকে করে মালামাল নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। 

তিনি আরও জানান, বাড়ির ভাড়া নেওয়া মালিকের নাম সাজহান সিরাজ দোলন। তাঁর বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে। সম্পর্কে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরাহাদ হোসেনের ফুপাতো ভাই। আজ শুক্রবারের মধ্যে মালামালের সিজার লিস্ট করা হবে। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। 

সরকারি এ মালামালের মূল্য কত এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, মালামালের পুরো লিস্ট করার পর এটি জানা যাবে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ