হোম > সারা দেশ > কুষ্টিয়া

লুটপাটের পর এবার আ.লীগ নেতার দোকানে ঝোলানো হলো ১০ তালা 

কুষ্টিয়া প্রতিনিধি

গত ৫ আগস্ট সরকার পতনের পর কুষ্টিয়া কুমারখালীর এক আওয়ামী লীগ নেতার দোকান ভাঙচুর করে প্রায় ৯০ লাখ টাকার গার্মেন্টস মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার এক মাস পরে আবারও গতকাল বুধবার সন্ধ্যায় দোকানের তালা ভেঙে নতুন করে ১০টি তালা লাগানোর অভিযোগ উঠেছে আব্দুল মজিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

কুমারখালী পৌরসভার সোনাবন্ধু সড়কে অবস্থিত সোনালী হস্তশিল্প নামের ওই দোকানটির মালিক মো. জসিম উদ্দিন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় তাঁর স্ত্রী কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

জসিম উদ্দিন বলেন, ২০১৭ সালে ২০ লাখ টাকা দিয়ে সিরাজুন্নাহার নামে একজনের কাছ থেকে ১ দশমিক ৬১ শতাংশ জমি কিনে তিনি দোকান তৈরি করা হয়। ওই জমির পজিশন দাবি করে নন্দলালপুর ইউনিয়নের পুরোনো চড়াইকোল এলাকার আব্দুল মজিদ আদালতে মামলা করেন। মামলাটি চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় জোরপূর্বক দখলের উদ্দেশ্যে গতকাল বুধবার সন্ধ্যায় মজিদ দোকানের তালা ভেঙে ১০টি নতুন তালা লাগিয়েছে। গতকাল রাতেই তাঁর স্ত্রী সোনালী আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করা শর্তে একজন দোকানি বলেন, কুমারখালীর বড় দোকানগুলোর একটি সোনালী হস্তশিল্প। দোকানের জমি নিয়ে ঝামেলা আছে। গতকাল মজিদ পেশকার পুরোনো তালা ভেঙে নতুন করে তালা লাগিয়েছে। আর ৫ আগস্ট ব্যাপক লুটপাট করেছে দুর্বৃত্তরা।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত আব্দুল মজিদ নামে ওই ব্যক্তি।

কুমারখালী পৌর বণিক সমিতির সভাপতি কে আলম টমে বলেন, আওয়ামী লীগপন্থী হওয়ায় ৫ আগস্ট দুর্বৃত্তরা দোকানটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। তবে দোকানটির জমি ও পজিশন মালিকানা নিয়ে আইনি জটিলতা রয়েছে।

তালা ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক