হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে কালো ধান চাষ করে সাড়া ফেলেছেন দুই তরুণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি জাতের ব্ল্যাক রাইচ বা কালো ধান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কলেজ পড়ুয়া দুই তরুণ। গতানুগতিক ধারার বাইরে বিদেশি জাতের এ ধান উচ্চ ফলনশীল হওয়ায় তরুণদের দেখাদেখি এলাকার চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন। তারাও বীজ সংগ্রহ করে ভবিষ্যতে এ জাতের ধান চাষ করবে বলে জানিয়েছেন।

জানা গেছে, দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া ও বালিরদিয়াড় এলাকার কলেজ পড়ুয়া দুই তরুণ আমল হোসেন ও পারভেজ আলী করোনাকালে ঘরে বসে না থেকে গবেষণা করে ভিয়েতনাম ব্ল্যাক রাইচ ও ইন্দোনেশিয়া ব্ল্যাক রাইচ জাতের ধানের বীজ সংগ্রহ করেন। এক হাজার টাকা কেজি দরে বীজ সংগ্রহ করে তারা দুই বিঘা জমিতে কালো জাতের এ ধান রোপণ করেন। মাত্র ১০০ দিনের ব্যবধানে তারা প্রতি বিঘায় ২০ মন হারে ধান সংগ্রহ করেন। এ জাতের ধান সম্প্রসারণের লক্ষ্যে এবং এলাকার কৃষকদের সুবিধার্থে মাত্র ৭০০ টাকা কেজি দরে বিক্রয় করে প্রতি বিঘা থেকে ৫ লক্ষাধিক টাকার বীজ বিক্রয় করতে পারবেন এমন আশা তাদের। এরই মধ্যে তারা বীজ বিক্রয় করে এলাকার চাষিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। 

ব্ল্যাক রাইচ চাষ করা তরুণ আমল হোসেন জানান, পরীক্ষামূলকভাবে এ জাতের ধান চাষ করে সে সফল হয়েছেন। বিঘা প্রতি ২০ মন হারে ধান পেয়েছেন। বীজ হিসেবে এলাকার কৃষকদের মাঝে বিক্রয় করছেন। 

কৃষক আমির ফরাজি বলেন, তরুণদের দেখাদেখি এলাকার অন্যান্য কৃষকরাও এ জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। 

দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, বিদেশি এ জাতের ধান এলাকায় সম্প্রসারণের লক্ষ্যে কৃষি বিভাগও তরুণদের পরামর্শ ও সহযোগিতা করছেন।   

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি