হোম > সারা দেশ > যশোর

যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৫, কমেছে পাস ও জিপিএ ৫

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৯৮ দশমিক ১১ শতাংশ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।

সেই সঙ্গে গত বছরের তুলনায় কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর পরিমাণও। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ২০ হাজার ৮৭৮ জন। 

আজ বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এইচএসসি পরীক্ষার ফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোর বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শমীর কুমার কুন্ড। 

শমীর কুমার জানান, এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ২২৮টি কেন্দ্রে অংশ নেয় ৯৮ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী অংশে নেয়। এর মধ্যে পাস করেছে ৮২ হাজার ৫০১ জন। পাসের হার ৮৩.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ পরীক্ষার্থী। 

বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় ১৭ হাজার ৭৪৭ জন। উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৬৪৭ জন। পাসের হার ৯৩ দশমিক ৮০ শতাংশ। এই বিভাগ থেকে জিপিএ পাস পেয়েছে ৮ হাজার ৯৬২ জন। 

মানবিক বিভাগ থেকে অংশ নেয় ৬৭ হাজার ৬৭২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৫৫৯ জন। পাসের হার ৮০ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৭৫২ জন। 

ব্যবসায় বিভাগ থেকে অংশ নেয় ১২ হাজার ৮৫০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ২৯৫ জন। পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৮৯ জন।

ফলাফল পর্যালোচনা করে যশোর শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শমীর কুমার কুন্ড বলেন, ‘গত বছর পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ ছিল আর এই বছর পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। এর কারণ হলো গতবার মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছিল, এবার আইসিটি বিষয়টি বাদে বাকি সব বিষয়ে পরীক্ষা হয়েছে। করোনার মধ্যে যশোর বোর্ডে যে রেজাল্টটা হয়েছে সেটা সন্তোষজনক।’

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা : প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী