হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় মানুষের ভিড়

প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া) 

কুষ্টিয়ার কুমারখালীতে লকডাউনের মধ্যেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। আজ সোমবার উপজেলার পান্টি, বাঁশগ্রাম, চৌরঙ্গী, যদুবয়রা, লালনবাজার, আলাউদ্দিননগর, তরুণমোড়, পৌরবাজার ও খেয়াঘাট এলাকা ঘুরে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়ছে। ইজিবাইক, সিএনজি, ভ্যান চলাচল করছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, লকডাউন বাস্তবায়নে ওয়ার্ড কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরাও কাজ করছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা প্রতিরোধে ও কঠোর লকডাউন বাস্তবায়নে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। মেম্বার, পুলিশ, গ্রাম পুলিশসহ সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বয়ে উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০৮টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। 

লকডাউন অমান্য করে রাস্তায় কেন ঘুরছেন একাধিক ব্যক্তির কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, দুদিন পর আজ সোমবার বাজার খুলেছে। মানুষের ঘরে নিত্যপণ্যের সংকট। তাই সবাই প্রয়োজন মেটাতেই বাইরে এসেছে। ফলে বাজারগুলোতে ভিড় বেড়েছে।  

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি